শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

গোবিপ্রবিতে একিউসিএস ক্লাবে উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীকে কুরআন বিতরণ

রান্নু,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫  

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি (একিউসিএস) ক্লাবের আয়োজনে প্রায় ১৪০০ শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন বিতরণ শেষে মনোরম ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের মুক্তমঞ্চে বিকাল ৪টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচি। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। এ উপলক্ষে মুক্তমঞ্চের বিভিন্ন দিকে ও মঞ্চের আশেপাশে মনোমুগ্ধকরভাবে সাজায় সংগঠনটি। যা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি ও উৎসব এর আমেজ তৈরি করে। অনেক শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ছবি উঠাতেও ব্যস্ত থাকে।

 

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আবু দারা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। 

 

কুরআন বিতরণকালে উপস্থিত ছিলেন মঞ্চে উপস্থিত থেকে কুরআন বিতরণ করেন অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুব হোসেন, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি ড. আহসান সৌরভ, একিউসিএস ক্লাবের সভাপতি মোঃ আবু দারদা, সাধারণ মোঃ সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমান ও গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান। 

 

জানা যায়, আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব প্রায় ১৪০০ শিক্ষার্থীদের জন্য রেজিষ্ট্রেশন করলেই ফ্রি কুরআন উপহার দেয়। কুরআন বিতরণের জন্য তৈরি করা হয় বুথ, অনেক শিক্ষার্থী বুথ থেকে রেজিষ্ট্রেশন করেই কুরআন নেয়। 

 

সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিক্ষার্থী থেকে শুরু করে গানের সংগঠন মধুমতী শিল্পী গোষ্ঠী ও রূপান্তর শিল্পী গোষ্ঠী। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এটির মধ্যে আমাদের সমস্ত জীবন-বিধান দেওয়া আছে। কুরআন পড়ার পাশাপাশি আমাদের অর্থও বুঝতে হবে। তিনি সবাইকে সৎ ও ভালো পথে চলার জন্য দিকনির্দেশনা দেন।

 

উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান তার বক্তব্যে যুবক বয়সের ইবাদতের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ যুবকদের ইবাদতে বেশি গুরুত্ব দিয়েছেন। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, তারাও যুবক। 

 

সংগঠনটির সভাপতি মোঃ আবু দারদা বক্তব্য রেখে অনুষ্ঠান শেষ করেন।

 

এই বিভাগের আরো খবর